হিন্দু মেয়েদের আধুনিক নামের তালিকা অর্থসহ
হিন্দু মেয়েদের আধুনিক নামের তালিকা অর্থসহ |
১. অস্মিতা
এই নামের অর্থ হলো গৌরব বা আত্মসম্মান। তাছাড়া এই নাম দ্বারা প্রকৃতিকে বোঝানো হয়ে থাকে।
২. অন্বিতা
দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে থাকা ব্যবধানকে যে নারী ঘুচিয়ে দেয়, সে এই নামে পরিচিত হয়।
৩. অধিশ্রী
এই নামটির অর্থ হল সর্বোচ্চ।
৪. অরুন্ধতী
ভারতীয় পুরাণে বর্ণিত ঋষি বশিষ্ঠ-এর স্ত্রী অরুন্ধতী। তাছাড়া আকাশের সপ্তর্ষির সাথে হাজির থাকা একটি নক্ষত্রের নামও এইটি।
৫. অন্বেষা
এই নামটির অর্থ হল আগ্রহী।
৬. অরুনিকা
ভোরের সূর্যের পবিত্র আলোকে এই নামে ডাকা হয়।
৭. অঞ্জুশ্রী
এই নাম দ্বারা এমন এক নারীকে বোঝানো হয়ে থাকে যিনি সকলের প্রিয় বা মনের কাছাকাছি থাকেন।
৮. অস্বর্যা
এই নামের অর্থ হল একাধারে অসামান্য, অদ্ভুত তথা বুদ্ধিমান।
৯. অমোলী
এক নামের অর্থ হল অমূল্য।
১০. অগ্রিভা
এই নাম দ্বারা সামনে থেকে সোনার মতো জ্বলজ্বল করে এমন কিছুকে বোঝানো হয়।
দেখে নিন আ দিয়ে শুরু হিন্দু মেয়ে শিশুদের সেরার সেরা নাম গুলি
১১. আকাঙ্ক্ষা
এই নামটি দ্বারা পবিত্র ইচ্ছা বা বাসনা বোঝানো হয়ে থাকে।
১২. আখ্যায়িকা
এই নামটির অর্থ হল কাহিনী, উপাখ্যান বা গল্প।
১৩. আয়ুশি
এই নাম দ্বারা সুদীর্ঘ জীবনের অধিকারী নিয়ে নারীকে বোঝানো হয়ে থাকে
১৪. আদ্বিকা
এই নামটির অর্থ হলো অনন্যা। অপরদিকে এই নাম দ্বারা সমগ্র সৃষ্টিকেও বোঝানো হয়ে থাকে।
১৫. আত্মজা
এই নামটির অর্থ হলো কন্যা বা মেয়ে।
১৬. আয়েন্দ্রি
দেবী পার্বতীর অপর নাম হল এটি। তাছাড়া এই নাম দ্বারা দেবরাজ ইন্দ্রের প্রদত্ত শক্তিকেও বোঝানো হয়ে থাকে।
১৭. আরুশি
এর অর্থ হলো প্রথম প্রভাত বা ভোর। তাছাড়া এই নাম দ্বারা ভোরের লাল আভা যুক্ত আকাশকেও বোঝানো হয়।
১৮. আকর্ষিকা
এই নাম দ্বারা এমন এক নারীকে বোঝানো হয়ে থাকে যার আকর্ষণ করবার ক্ষমতা রয়েছে।
১৯. আহেলি
এই নামের অর্থ হল খাটি বা বিশুদ্ধ।
২০. আদ্রিকা
এই নাম দ্বারা গগনচুম্বী সর্বোচ্চ শৃঙ্গের নাম বৃহৎ যে নারীর হৃদয় তাকে বোঝানো হয়ে থাকে।