ত দিয়ে মুসলিম শিশুদের অর্থসহ কিছু নাম সমূহ

        

          ত দিয়ে মুসলিম  শিশুদের অর্থসহ কিছু নাম সমূহ




ত দিয়ে মুসলিম  শিশুদের অর্থসহ কিছু নাম সমূহ
ত দিয়ে মুসলিম  শিশুদের অর্থসহ কিছু নাম সমূহ




১.তবীব [طبيب] অর্থ চিকিৎসক।


২.তমীজ [تميز] অর্থ পার্থক্য।

৩.তায়েফ [طائف] অর্থ প্রদক্ষিণ কারি।

৪.তরীক [طريق] অর্থ পথ বা পদ্ধতি।

৫.তরীফ[طريف] অর্থ বিরল জিনিস।

৬.ত্বহা- [طه] পবিত্র কোরআনের একটি সূরার নাম।

৭.তাইফুর রহমান [ طائف الرحمن] অর্থ আল্লাহর দিকে পরিভ্রমণকারী।

৮.তাইবুর রহমান [طاءب الرحمن] অর্থ আল্লাহর নিকট তাওবাকারী।

৯.তাইমুর রহমান [تيم الرحمن] অর্থ করুণাময় আল্লাহর দাস।

১০.তাওসিফ [توصيف] অর্থ গুণকীর্তন, গুণ বর্ণনা।

১১.তাওহীদ [توحيد]অর্থ একত্ববাদ।

১২.তাকরীম [تكريم] অর্থ সম্মানপ্রদান।

১৩.তাকী অর্থ [تقي] খোদাভীরু, সৎ।

১৩.তাসকীন [تسكين] অর্থ শান্তিদান।

১৪.তাসলীম [تسليم] অর্থ সালাম, সমর্পণ।

১৫.তাজাম্মল [ تجمل] অর্থ শোভা, সৌন্দর্য।

১৬.তাজ [تاج] অর্থ মুকুট।

১৭.তানভীর [تنوير] অর্থ আলোকিতকরণ।

১৮.তানযীম [تنظيم] অর্থ ব্যবস্থাপনা।

১৯.তোফাজ্জল [تفضل] অর্থ অনুগ্রহ, মর্যাদা।

২০.তানীম [تنعيم] অর্থ আরামদান।

২১.তানীন [طنين] অর্থ ঝংকার, গুঞ্জন।

২২.তাবারক [تبارك] অর্থ বরকত।

২৩.তামজীদ [تمجيد] অর্থ গৌরব বর্ণনা।

২৪.তামীম[تميم] অর্থ পূর্ণাঙ্গ, নিখুঁত।

২৫.তারেক [طارق] অর্থ শুকতারা।

২৬.তালেব[طالب] অর্থ অনুসরণকারী

২৭.তাশফীক (تشفيق] অর্থ স্নেহ, দয়া।

২৮.তাসনিম [تسنيم] অর্থ জান্নাতের সুমধুর পানীয়।

২৯.তাহসিন [تحسين] অর্থ উন্নয়ন, উন্নতি।

৩০.তাহের [طاهر] অর্থ পবিত্র, নির্মল।

৩১.তোফায়েল (طفيل] অর্থ ছোট শিশু।

৩২.তৌকির [توقير] অর্থ সম্মান, মর্যাদা।

Tags

Post a Comment

0 Comments